শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের জেলরোড স্থিত সার্বিক হাউসে এক আলোচনায় মিলিত হন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। যেখানে উনার সাথে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস, বিজেপির উত্তর জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ।