This browser does not support the video element.
ডেবরা: উচ্চ মাধ্যমিক ২০২৬ এর সেমিস্টারে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ পড়ুয়া পরীক্ষা দিলো ডেবরা হাসপাতালে
Debra, Paschim Medinipur | Sep 8, 2025
সোমবার উচ্চ মাধ্যমিক ২০২৬ এর থার্ড সেমিস্টারের পরীক্ষা।প্রথম দিনেই পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী।পুলিশি নিরাপত্তায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পরীক্ষা দিলো ওই পরীক্ষার্থী।ডেবরার অর্জুনী হাইস্কুলের পরীক্ষার্থী।খড়্গপুর ২ নং ব্লকের তেলিপুকুর হাইস্কুলের পরীক্ষার সেন্টার ছিল।সেখানেই অসুস্থ হয়ে পড়তেই তাক ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।