৬ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে তৈরি হয়েছিল প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ নতুন পিচ ঢালাই রাস্তা। দমদমা টু চাতকছড়ি ভায়া দুর্গানগর— মোট ৭টি কালভার্ট সমেত প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৫ সালের ১১ জানুয়ারি। তত্ত্বাবধান করছিলেন এনএইচ ডিভিশন পিডব্লিউডি বাইখোড়া, শান্তির বাজার। কিন্তু মাত্র আট মাস যেতেই সেই রাস্তা যেন ভেঙে পড়ছে দুর্নীতির কালো ছায়ায়! সামান্য কাঠি দিয়ে খোঁচা দিলেই উঠে আসছে পিচের আস্তরণ। 9 সেপ্টেম্বর বেলা ১টা নাগাদ সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসী