দুনিগ্রাম পঞ্চায়েতের দুনিগ্রাম শান্তিপাড়ার মহাসিনা বিবি৪০বছর স্বামী -লাল্টু শেখ নামে এক মহিলা গতরাতে রাত ৮টা নাগাদ তার স্বামীর সঙ্গে ঝগড়া করে সেলফক্স খেয়ে নিয়েছে। বাড়ির লোক জানতে পারলে গতরাত্রে মহিলাটিকে রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করে। মহিলাটির দুটো ছেলে আছে।