পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের নন্দীগ্রামে ২৮শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ মহতী রক্তদান শিবিরের আয়োজন করে। 15 জন মহিলা সহ মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে সংগঠন সূত্রে জানাগেছে।এই রক্তদান শিবিরের রক্ত নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালের ব্লাড ব্যাংক সংগ্রহ করে। উপস্থিতছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH ডাঃ অসিত কুমার দেওয়ান,জেলা পরিষদের সহ করি সভাধিপতি সুহাসিনী কর,জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেক সামস