রাতাবাড়ি এলাকার ৪ ধর্ষণকারীকে গ্রাম থেকে বহিষ্কার ও বয়কট করলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতাবাড়ি এলাকার ৬২ হাল গ্রামের গ্রামবাসীরা জানান,গত জন্মাষ্টমীর দিনে এক মুখবধি নাবালিকাকে গণধর্ষণ করে ৪ ভিন্নধর্মী যুবক। এতে তারা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এবং সমাজবিরোধী কাজের জন্য ধর্ষণকারীকে ৬২ হাল গ্রাম থেকে বহিষ্কার ও বয়কট করলেন তারা।