পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সামাতর ডাকে এবং UFAAO এর সমর্থনে বিষ্ণুপুর মহকুমা শাসক দ্বারা সন্দেহজনক নন এসটিদের সার্টিফিকেট বাতিলে অবহেলার প্রতিবাদ বিষ্ণুপুর SDO অফিস ঘেরাও করে গণডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে। সেই ডেপুটেশনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ছটা চল্লিশ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে ট্রেন ধরে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ নারায়ণগড় ব্লক কমিটির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।