মৃতদের নাম জয়দেব হেমব্রম ( ২৭ ),মহাদেব হেমব্রম( ২২ )। বাড়ি গলসী থানার চাক খান্দাজুলি এলাকায়। আহতদেরও বাড়ি একই গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে,এদের সবাই একসাথে গাংপুর এলাকায় ঝাপানের পুজো দেখতে যাওয়ার কথা ছিল।এরপর মঙ্গলবার গভীর রাতে পুলিশ বাড়িতে ফোন করে জানায় গলসীর বড়মুড়িয়ার কাছে ওরা দুর্ঘটনার কবলে পড়েছে। পরে বর্ধমান হাসপাতালে এসে জানতে পারি ২ জন মারা গেছে ও বাকি দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।