নিশিন্তপুরের বালক স্বর্ণাভ বিশ্বাস,গত শুক্রবার থেকে নিখোঁজ থাকার পর,গত শনিবার সকাল বেলায় বাড়ির একটু দূরে একটা ডোবা থেকে ত্রিপল মোড়া অবস্থায় তার মৃত দেহ পাওয়া যায়। এর পরে স্বর্ণাভকে খুন করার সন্দেহে,প্রতিবেশী উৎপল মণ্ডল ও সোমা মণ্ডলের উপরে এলাকায় মানুষ ক্ষিপ্ত হযে মার ধর শুরু করে, এর পরে গন ধোলাইতে মৃত্যু হয উৎপল মণ্ডল ও সোমা মণ্ডলের। এর পরে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে আরো দুজনকে গ্রেফতার করে, আসতে একটু মহকুমা আদালতে তোলা হয়, সেই দৃশ্য ধরা পড়লো