শিয়াড়বিন্দার আপে ফের দুর্ঘটনার কবলে একটি মাল বোঝাই পিকআপ ভ্যান। স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে বিনপুর 2 ব্লকের ঝাড়গ্রাম পুরুলিয়া ৫ নং রাজ্য সড়কের শিয়াড়বিন্দার আপে উঠতে না পেরে পিছন দিকে গড়িয়ে রাস্তার পাশে জঙ্গলে ঢুকে যায় পিকআপ ভ্যান টি। বেশ কিছুটা গড়িয়ে এসে রাস্তার পাশে জঙ্গলে ঢুকে যায় পিকআপ ভ্যান টি। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পিকআপ ভ্যান এবং রাস্তা দিয়ে যাতায়াতকারী অন্যান্য যানবাহন।