শনিবার ৬০ কাঞ্চনপুর মন্ডলের অন্তর্গত দশদা এলাকায় ৩১ ও ৩৩ নং বুথে দুই পরিবারের ৬ জন ভোটার সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন।তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কাঞ্চনপুর মন্ডল সভাপতি বীরেন্দ্র কর, কাঞ্চনপুর মন্ডল সহ সভাপতি তাপসেন্দু নাথ, কাঞ্চনপুর মন্ডল সাধারণ সম্পাদক বিমানজয় রিয়াং, উওর জেলা কমিটির অন্যতম সদস্য অরুন চন্দ্র নাথ।