২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই দার্জিলিংয়ে তৈরি হবে নেপালি ভাষা একাডেমির ভবন। সোমবার বিকেল নির্মীয়মান নেপালি একাডেমির ভবনের কাজ পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানালেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। এদিন তার সাথে উপস্থিত ছিলেন জিটিএ সভাসদ আনোস থাপা সহ gta এর আধিকারিকেরা। এই ভবন তৈরি হলে সেখানে নেপালি ভাষার সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বা নেপালি ভাষার প্রচার ও প্রসারে নানা ধরনের অনুষ্ঠান করা হবে।