সিসিটিভি ফুটেজ দেখে শনিবার দুপুর সারে বারোটা নাগাদ এক ব্যক্তিকে আটক করল ময়নাগুড়ি নতুনবাজারের ব্যবসায়ীরা। তুলে দেওয়া হলো পুলিশের হাতে। সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গত ১৭ই আগস্ট ময়নাগুড়ি রোড এলাকায় একটি দোকানে সে চুরি করেছিল। সিসিটিভি ফুটেজ ময়নাগুড়ি নতুন বাজার ব্যবসায়ী সমিতির কাছে দিয়ে দেওয়া হয়েছিল। শনিবার ময়নাগুড়ি নতুন বাজারে অভিযুক্ত সেই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ মিলিয়ে অভিযুক্তকে আটক করে ফেলে বাজারের ব্যবসায়ীরা।