নবদ্বীপের মুকুন্দপুর কলোনীতে রবিবার রাতে একটি গোখাদ্য তৈরীর কারখানায় ট্রাক্টর ও ভুট্টা গাছে আগুন ধরিয়ে যায় দুষ্কৃতীরা,সোমবার সকালে কারখানার মালিক কর্ণধর দাস কারখানায় গিয়ে দেখেন মজুদ করে রাখা ভুট্টা গাছ ও ট্রাক্টরটিকে কি বা কারা আগুন ধরিয়ে দিয়েছে,বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ বাহিনী,কর্ণধর দাস জানান,প্রায় চার বছর ধরে এই কারখানাটি চালাচ্ছি,তিনি জানান,কারখানায় তৈরি গো খাদ্য গরু মোষের জন্য বিভিন্ন জায়গায় প্যাকেট করে বিক্রি করা হয়।