রবিবার আনুমানিক রাত্রি আটটা থেকে রাত্রি নটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় সারা ভারত কৃষক সভা শালতোড়া থানা কমিটির ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হল রঞ্জিতপুরে। উপস্থিত শালতোড়া বামগনসংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীরা, এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা শালতোড়া থানা কমিটির সম্পাদক, সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।