দুটি মোটর বাইক মুখোমুখি সংঘর্ষের জেরে আহত হয় এক মোটর বাইক আরোহী । জানা গিয়েছে আহত মোটর বাইক আরোহীর নাম এনামুল আনসারী ।বয়স 21,বাড়ি গাজোল দেওতলা অঞ্চলের ২১ মাইল এলাকায়। ঘটনাটি ঘটে গাজোল খেজুর তলা পেট্রোল পাম্পের সংলগ্ন ৫১২ নং জাতীয় সড়কে এলাকায়। এদিন বৃহস্পতিবার বিকেল 3 টা নাগাদ। এরপর স্থানীয় লোকজন আহত ওই মোটর বাইক আরোহীকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে।স্থানীয় বাসিন্দা হাসান আনসারী বলেন ১ মোটর বাইক আরোহী