খড়গ্রাম থানায় পুলিশের সাফল্য। একটি দেশী পাইপ গান ও ১ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম আশরাফুল সেখ। রবিবার রাত্রে গোপন সূত্রে ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ ভাটকান্দা থেকে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি দেশী পাইপ গান ও ১ রাউন্ড গুলি। সোমবার ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে।