পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী আজকে পুরুলিয়া ২ নম্বর ব্লক এলাকায় "আমাদের পাড়া, আমাদের সমাধান" কর্মসূচির ক্যাম্প আয়োজিত হলো বেলমা গ্রাম পঞ্চায়েতের খইরিবহাল প্রাইমারি স্কুলে । দুপুরের দিকে ক্যাম্প পরিদর্শন করে বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন মত পরিষেবা প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে বোঝান তিনি ।