রাস্তা বন্ধ করে টাকা তুলছে 'তৃণমূলের পাড়ার' নেতারা এমনই পোস্টার পড়ল আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পের সামনে সোমবার সকাল ১১ টায়।। উত্তেজনা দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলার চাষীপাড়ায় । এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি কটাক্ষে বিজেপি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে সাফাই তৃণমূলের। দুর্গাপুর নগর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্পের সামনে সাঁটানো সেই পোস্টারে লেখা,"ভিড়িঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর কাঁচরা দ