কলকাতায় চাকরির টোপ দিয়ে দেহব্যবসায় যোগে চাপ দেওয়ার অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাবালিকা পাচার রুখল গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে মানবপাচারের বিষয়ে খবর পেয়ে বড়তলা থানা এলাকায় হানা দিয়ে একটি বাড়ি থেকে ৯ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক দম্পতি-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সংক্রান্ত আরও তথ্যের খোঁজে তদন্তকারীরা।