আজ সকালেই পুলিশ দিবস উপলক্ষ্যে সাঁইথিয়া থানা প্রাঙ্গণে কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ বসে আকা প্রতিযোগিতা। বিষয় ছিল— “তুমি যদি সাঁইথিয়া থানার পুলিশ অফিসার হও তবে সাঁইথিয়ার জন্য কি ভালো কাজ করবে”। ছোটদের সৃজনশীল ভাবনা রঙতুলিতে ফুটে উঠল ছবিতে। আজ সন্ধ্যায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে সেই ছবি উঠে এলো আমাদের পাবলিক অ্যাপে