গভীর রাতে সামসী এলাকার রায় জুয়েলারি স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।দোকানের পেছনের দুটি পাকা দেওয়াল ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে।গ্যাস কাটার দিয়ে মূল সিন্দুক ভাঙার চেষ্টা করলেও তাতে সফল হয়নি চোরেরা। তবে দোকানের অন্য একটি অংশ থেকে কিছু সোনার অলংকার চুরি করে নিয়ে যায় তারা।দোকানের মালিক গোপাল রায়।চুরির ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ নথিও নষ্ট হয়েছে।সামসী মার্চেন্ট সম্পাদক নাসিরুদ্দিন বিশ্বাস বলেন, একের পর এক চুরির ঘটনা বাড়ছে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন।