যানবাহন চালকদের সচেতনতা বার্তা পৌঁছে দিয়ে চালক দিবস দিনটি পালন করল অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ। সোমবার দুপুরে মানিকচক স্ট্যান্ড এলাকায় একটি পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় যানবাহন উদ্দেশ্যে বিভিন্ন বার্তা রাখা হয় সংগঠন সদস্যদের তরফে। উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার ছাড়াও অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সদস্যরা।সমস্ত যানবাহন চালকদের মিষ্টির প্যাকেট ও জল তুলে দিয়ে যানবাহন চালানোর ক্ষেত্রে সচেতনতার বিভিন্ন বার্তা রাখা হয়।