রবিবার নির্দিষ্ট সময়েই রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নবম-দশমে নিয়োগের পরীক্ষা শুরু হল। পরীক্ষা দিচ্ছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। খুলল পরীক্ষাকেন্দ্রের দরজা। নির্দিষ্ট নথিপত্র খতিয়ে দেখে ঢুকতে দেওয়া হচ্ছে প্রার্থীদের। কলকাতার মনিন্দ্র কলেজের সামনে সকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন।রবিবার সকাল 11 টা নাগাদ সেই চিত্রই তুলে ধরা হলো আপনাদের সামনে।