Barasat 1, North Twenty Four Parganas | Sep 26, 2025
বারাসাতে টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়েছিল ইলেকট্রিক তোরণের গেট, যার ফলে বেশ খানিকক্ষণ বারাসাত টাকি রোডে যান চলাচল বন্ধ ছিল তবে বড়সড় কোন দুর্ঘটনা না ঘটলেও বাঁশের তৈরি এই গেট ভেঙে পড়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি টোটো, তবে ক্ষতিগ্রস্ত ওই টোটো মালিককে টোটোর ক্ষতিপূরণ মেটাবেন পুজো উদ্যোক্তা প্রশাসন এবং ডেকোরেটরাসের মালিক পক্ষ শুক্রবা