মৃৎশিল্পীদের বক্তব্য গতবছর চেয়ে এ বছরের জনসাধারণরা স্বল্প মূল্যে লক্ষী মায়ের মূর্তি ক্রয় করার উদ্দেশ্য আসছেন। কিন্তু গত বছরের তুলনায় এই বছর জিনিসপত্র দাম অনেক বৃদ্ধি পেয়েছে মানুষের হাতে সেই রকম টাকা নেই এই কারণে মানুষ সল্প মূল্যে ক্রয় করতে চায়। এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরলেন।