বারাবনি ব্লক কার্যালয়ে নতুন BDO রূপে ২ মাসের জন্য দায়িত্বভার গ্রহণ বিনয় কুমার পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লক কার্যালয়ে আজ নতুন BDO বিনায়ক কুমার IAS দু মাসের জন্যে দায়িত্বভার গ্রহণ করলেন। আজ বিকাল ৪টায় দায়িত্ব গ্রহণ করার সময় বারাবনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ-সভাপতি সুফল মাঝি