গত চার মাসে ষষ্ঠবার প্লাবিত হলো ঘাটাল। প্লাবিত এলাকার লোকজনের জন্য মাইকিং করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্ষণমুখর পরিস্থিতিতে ওই এলাকার মানুষদের আশ্রয় দিতে আরও পাঁচ হাজার ত্রিপল মেদিনীপুর থেকে পাঠিয়ে বিলি করা হয়েছে সোমবার। মেদিনীপুরে জানালেন জেলা শাসক খোরশেদ আলী কাদেরী।