কল্যাণীর গয়েশপুরে সারা ভারত খেতমজুর ইউনিয়ন গয়েশপুর সাঁতরাপাড়া অঞ্চল কমিটির দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হলো গয়েশপুর এরিয়া কমিটির দলীয় কার্যালয়ে। বুধবার বিকেল থেকে শুরু হয় এ সম্মেলন পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে শুরু হয় এই সম্মেলন। সম্মেলন থেকে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এই সম্মেলন থেকে ই নতুন সভাপতি সম্পাদক এবং কোষাধ্যক্ষ করা হয় যত ক্রমে তমোঘ্ন চ্যাটার্জি, সুকুমার হালদার এবং বিজয় নাথ।