একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল মঙ্গলকোটের ক্ষীরগ্রামে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিন আনুমানিক দুপুর ২টা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ক্ষীরগ্রামের বাসিন্দা মৃত ব্যক্তির নাম মানস মল্ল(৪৫)। তাকে এদিন ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজনরা। তারপর তাকে উদ্ধার করে সিঙ্গত গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।