ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আজ ভোর রাতে তাঁকে হাসপাতালে আনেন পরিজনেরা। আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেও এখনও পর্যন্ত তার কোনও অঙ্গ বিকল হওয়া বা গুরুতর শারীরিক সমস্যার মতোন কিছু চোখে পড়েনি।