হরিণঘাটার হাতিকান্দায় কৌশিকী অমাবস্যা উপলক্ষে জাঁকজমক ভাবে পালিত হলো মায়ের পূজো, আজকের দিনে এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করে মায়ের দর্শন পেয়েছিল গুরু বামদেব। কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির উদয় হয়, তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্রসাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, ভাদ্রের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান, অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিকী অমাবস্যা, ভগবান ব্রহ্মার বর প্রাপ্