বদরপুর কোনাপাড়ায় বোরখা পরিহিত এক যুবক আটক,চাঞ্চল্য এলাকায়। শুক্রবার বদরপুর কোনাপাড়া গ্রামে বোরখা পরিহিত এক যুবক আটক হয়। বদরপুর কোনাপাড়ায় বোরখার ভিতরে রহস্যময় যুবক। কোনাপাড়া গ্রামে রাস্তা দিয়ে যাবার সময় স্থানীয়দের সন্দেহ জাগে,পড়ে বোরখা পরিহিত তাকে আটকে রাখলে বোরখার ভিতর থেকে বের হয় যুবক। পরে স্থানীয় জনতা রহস্যময় যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।