রক্তের সঙ্কট দূরীকরণে এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সরবরাহ সচল রাখতে রবিবার গুসকরায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বর্গীয় শচীন গুপ্ত ও গৌতম গুপ্ত-র স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে এদিন আনুমানিক দুপুর ৩টা পর্যন্ত মহিলা পুরুষ মিলিয়ে প্রায় ৫৬ জন রক্তদান করেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এসে ওইসমস্ত রক্ত সংগ্রহ করেন। শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়।