ধৃতের নাম আমিন শেখ। গলসি থানার ক্যানেলপাড় এলাকায় তার বাড়ি। সোমবার বিকেলে বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে তাকে ধরা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিশের দাবি। তাকে নিয়ে বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার একটি আটাচাকিতে হানা দেয় পুলিশ। সেখান থেকে চুরির মালপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ সেপ্টেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।