দামছড়া থানাধীন নিতাইনগর ইয়ুথ ক্লাব ও ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় দামছড়া লংকাই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এতে পুরুষ বিভাগে ১২০ জন এবং মহিলা বিভাগে ৫২ জন প্রতিযোগি ও প্রতিযোগিনী অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া,দামছড়া আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার সহ অনান্যরা।