১৯৫০ সালে ৬ সেপ্টেম্বর তপশিলি তালিকা থেকে বাদ পড়েন কুড়মি জনজাতি। তাই আজ শনিবার বৈকাল ৫ টা নাগাদ ৬ই সেপ্টেম্বর কালা দিবস এই দিনকে স্মরণ রেখে মালদা জেলার গাজোল ব্লকের চাকনগর অঞ্চল আদিবাসী কুডমি সমাজের পক্ষ থেকে কালা দিবস পালন করে থাকেন । তারা হাতে কুড়মি সমাজের হলুদ পতাকা নিয়ে কাটিকান্দর জুনিয়র হাই স্কুল থেকে কাটিকান্দর হাট খোলা ময়দান ইস্থানিয় এলাকায় পদযাত্রা পরিক্রমা করেন। চাকনগর অঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে