JHANKAR MORE ACCIDENT শিলিগুড়িতে শোভাযাত্রায় ভিড়ের ওপর ভেঙে পড়লো সাউন্ডবক্স! আহত বেশ কয়েকজন। গোটা শহর যখন একদিকে ঈদ মিলাদ-উন-নবী উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে,শুক্রবার মাটিগাড়ার তুম্বজোত এলাকার বেলডাঙ্গী থেকে নবী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়ে যখন শিলিগুড়ির ঝংকার মোড়ের দিকে আসছিল,ঠিক সময় সেই শোভাযাত্রায় থাকা একটি ট্রাকের ওপরে লাগানো সাউন্ড বক্স এবং ট্রাসের কাঠামো হঠাৎই ভেঙে ভিড়ের ওপর।