ধৃতের নাম শিবশংকর বিশ্বাস ওরফে শিবু। বর্ধমান শহরের ৪ নম্বর ইছলাবাদ এলাকায় তার বাড়ি। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ মে সকাল ৮টা নাগাদ শিবশংকর তার ভাই সলিলের কাছে টাকা চায়। কিন্তু, সলিল টাকা দিতে অস্বীকার করেন। এনিয়ে বচসা বাধলে আচমকা শিলনোড়া দিয়ে ভাইয়ের মাথায় আঘাত করে শিবশংকর। বাঁচাতে এলে দিদিকে সে ধাক্কা মেরে ফেলে দেয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সলিলের চিকিৎসা হয়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই হয়।