দু'দিনের ঝাড়গ্রাম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের উন্নয়নের একাধিক বিষয়কে সামনে রেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে সাংবাদিক সম্মেলন করে ভারত মুন্ডা সমাজ। ভারত মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার ঝাড়গ্রাম জেলা কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।