কৈলাসহর মুরার দুকান এলাকায় ২ ঘন্টা ঘন অবস্থানে নামে বামপন্থী ছাত্র সংগঠন DYFI। পুরনো ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যাবার প্রধান রাস্তাটির অবস্থা বেহাল, শহর উত্তরাঞ্চল এলাকার বাসিন্দারা, সেই রাস্তা দিয়ে যাতায়াত করে, দ্রুত সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয় আন্দোলনকারীরা।