This browser does not support the video element.
বর্ধমান ১: সোমবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা,চলছে চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি,সেজে উঠছে মাঠ
Burdwan 1, Purba Bardhaman | Aug 25, 2025
একগুচ্ছ উন্নয়নের ডালি,সরকারী পরিষেবা উপহার হিসাবে নিয়ে শারদ উৎসবের প্রাক্কালেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,চলছে চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ।সেজে উঠেছে বীরহাটা সময়স্তম্ভ ও ঐতিহাসিক কার্জনগেট।সরকারী প্রকল্পের ব্যানার,ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র জি টি রোড।পূর্ববর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দুপুর দুটো নাগাদ সভাস্থলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী।