পাড়া ব্লকের পারবহাল গ্রামের সঞ্জীব তেওয়ারি যিনি বিজেপির পাড়া মন্ডল ৩ এর সম্পাদক। গত কয়েকদিন আগে তিনি বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন তার পায়ে চোট লেগেছে। আজ বুধবার বিকেল পাঁচটা নাগাদ নাগাদ পারবহাল গ্রামে তার বাড়িতে দেখা করতে এলেন পাড়া বিধানসভার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, এদিন তিনি স্থানীয় বিজেপির কর্মীদের সাথে নিয়ে অসুস্থ কর্মীর সাথে দেখা করেন ও তার সুস্থতা কামনা করে পাশে থাকার আশ্বাস দেন।