অষ্টমী ভোর বেলায় উদয়পুর হাউসিং বোর্ড সংলগ্ন জাতীয় সড়কে একটি প্রাইভেট গাড়ির সাথে অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুজন। ঘটনার তদন্তে ছুটে যায় আর কে পুর থানা পুলিশ। আওতো দুজনকে উদয়পুরের দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।