পুজোর আগেই কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ কোচবিহার পৌরসভা, জানালেন চেয়ারম্যান। এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান,দুর্গা পূজার মধ্যে কোচবিহার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার পৌরসভা।ইতিমধ্যে বোর্ড মিটিং এ বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মীদের সাথেও নিয়মিত বৈঠক চলছে।পুজোর সময় বৃষ্টিপাত হলে জল নিকাশি ব্যবস্থাটাও সঠিক থাকে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।