গণেশ পুজো ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হল গুসকরায়। সিদ্ধি-বিনায়ক যুব সংঘের উদ্যোগে শহরের চাঁদরাই তলায় এবার বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই পুজোর অনুষ্ঠানে বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টা নাগাদ যোগ দেন পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত শ্যাম, কাউন্সিলর যমুনা শিকারী সহ অনান্যরা। তারা নিজেদের হাতে এদিন পুজো মণ্ডপের সামনে প্রসাদ বিতরণ করেন।