নারীদের ক্ষমতায়ন-এর ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও মেধাবী ছাত্রী যুবতী ও মহিলাদের সংবর্ধিত ও সম্মানিত করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠান শেষে মেদিনীপুরে জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণচন্দ্র মন্ডল জানিয়েছেন-উৎসাহিত করা হয়েছে বিভিন্ন মহিলাদের। লক্ষ্য- সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।