কোচবিহারে শুট আউট এর ঘটনায় গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত, জানালেন পুলিশ সুপার। উল্লেখ্য কোচবিহার ডোডেয়ার হাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা তৃণমূল যুব নেতা অমর রায় কে। এই শুট আউট এর ঘটনা তদন্ত নেমে পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল। গতকাল আলিপুরদুয়ারের তপশিখাতা এলাকা থেকে বাদল দাস ও মিঠুন রায় নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে তোলা হলে।