যুবকের মৃতদেহ উদ্ধার হল পুরুলিয়া মফস্বল থানা লাগদা গ্রামের একটি জলাশয় থেকে । আজকে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে । মৃতের নাম দিলীপ পরামানিক । লাগদা গ্রামেই তার বাড়ি । গতকাল দেহটি উদ্ধারের পর পুরুলিয়া সদর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় ।