ধৃতের নাম জীতেন আঁকুড়ে। আউশগ্রাম থানার নামো তেলতায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে গুসকরা-মানকর রোড ধরে হেঁটে আসছিল জীতেন। তার হাতে একটি প্লাস্টিকের কন্টেনার ছিল। সন্দেহ হওয়ায় তেলতা মোড়ের কাছে পুলিশ তাকে আটকায়। কন্টেনার থেকে ২০ লিটার চোলাই মিলেছে বলে পুলিশের দাবি। নামো তেলতা, উপর তেলতা, আনন্দবাজার, হাটকীির্তনগর প্রভৃতি এলাকায় বিক্রির জন্য কন্টেনারে করে সে চোলাই নিয়ে যাচ্ছিল বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ।